ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫: ঝালকাঠির নলছিটি উপজেলার তরুণ সংগঠক ও উদ্ভাবনী নেতা মো. খালেদ সাইফুল্লাহ পেয়েছেন দেশের তরুণ স্বেচ্ছাসেবীদের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি “জাতীয় যুব স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২৪–২৫”।
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়। এবছর সারাদেশ থেকে মাত্র ১২ জন তরুণকে মনোনীত করা হয়েছে, যার মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন নলছিটির কৃতী সন্তান খালেদ সাইফুল্লাহ। বরিশাল বিভাগ থেকে তিনিই একমাত্র পুরস্কারপ্রাপ্ত।
রাষ্ট্রীয় এ সম্মাননার অংশ হিসেবে তিনি পেয়েছেন—
- সরকারি সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট
- এক লক্ষ টাকা প্রাইজমানি
- জাতীয় পর্যায়ে সংবর্ধনা
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
খালেদ সাইফুল্লাহ ২০২০ সালে “তারুণ্যের নলছিটি” প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি CARO–এর সহ-প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন। এর পাশাপাশি Team STEM–এর মাধ্যমে তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করছেন।
পুরস্কার গ্রহণের পর তিনি বলেন,
“এই অর্জন আমার একার নয়, বরং যাদের সহযোগিতা ও প্রেরণা আমার সাথে ছিল—এটা তাদের সবার সম্মিলিত অবদান। আমি এই পুরস্কার উৎসর্গ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নামে।”
এ অর্জন ঝালকাঠি তথা বরিশাল বিভাগের জন্য গৌরবের এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

