এই প্রশ্নটা এখন জরুরি।
কারণ সামনে নির্বাচন।
আর আমরা বুঝে গেছি—নগর আর গ্রাম, একটাই দেশ হলেও, ভোটের ভাষা এক না।
CARO নিয়ে আসছে এক নতুন ভিডিও সিরিজ—
নগর আর গ্রামীণ নির্বাচন কেমন আলাদা?
কোথায় কোন কৌশল চলে, আর কীভাবে জয় করা যায় মানুষের মন?
- যারা রাজনীতি করতে চাও,
- যারা ক্যাম্পেইন চালাতে শিখতে চাও,
- কিংবা যারা ভবিষ্যতে পরিবর্তনের নেতৃত্ব দিতে চাও
এই সিরিজ তোমার জন্য।
ভিডিওগুলো আসছে খুব শিগগির।
আর হ্যাঁ, একটা কথা বলেই রাখি—এই সিরিজ দেখে হয়তো তুমি নিজেই বুঝে যাবে, তোমার এলাকার জন্য তোমার বার্তাটা আসলে কী হওয়া উচিত।
চোখ রাখো CARO-তে।
রাজনীতি শেখার সবচেয়ে বাস্তব জায়গা, এখান থেকেই শুরু।